ajkerit

বাড়িতে বসেই তৈরি করুন জন্মদিনের কেক - BIRTHDAY CAKE

 জন্মদিনের কেক বানানোর রেসিপি 

বাড়িতে বসেই তৈরি করুন জন্মদিনের কেক
বাড়িতে বসেই তৈরি করুন জন্মদিনের কেক


জন্মদিন এটি সবার মাঝে প্রতেক বছর একবারি আসে, আর এই জন্মদিন পালনের  একটি বড় মাধ্যম হচ্ছে কেক, কেননা কেক ছাড়া এটা কখনোই কল্পনাই করা যাই না । তবে এই কেক সকলেই বাজার থেকে বা বাইরে থেকে অর্ডার করে তৈরি করে নিয়ে আসে । আচ্ছা বলুন তো এই কেক যদি আমরা নিজেরাই ঘরে বসে তৈরি করি তাহলে ব্যাপার টা কেমন হয় । 

হ্যা এটাই বাস্তব , আজ আমি আপনাদের কে শেখাবো এই জন্মদিনের কেক কিভাবে আপনি বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন । 

তাহলে চলুন , আমরা কিভাবে জন্মদিনের কেক বানাবো তা জানি এবং শিখি । 

কেক বানানোর উপকরণ সমূহঃ 

  • ১। ডিম নিতে হবে ৩ টি 
  • ২। চিনি ৬ টেবিল চামচ ( একটু ব্লেড করে নিন) 
  • ৩। ময়দা নিবেন - ১ থেকে ২ কাপ 
  • ৪। বেকিং পাউডার - ১ চা চামচ 
  • ৫। কোকো পাউডার - ২ টেবল চামচ
  • ৬। চেরী সিরাপ - ১/২ কাপ (ব্রাশ করার জন্য)

কেক বানানোর প্রনালীঃ 

▶️ময়দা, বেকিং পাউডার এবং কোকো পাউডার একসাথে চেলে আলাদা করে রাখুন। - একটি পাত্রে ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে ফেনা করুন। ফেনা হয়ে গেলে অল্প অল্প করে চিনি দিন। সব চিনি মিশে গেলে ডিমের কুসুম এক এক করে দিন।

▶️এবার মিক্সারটি একপাশে রেখে রাবারের চামচ ব্যবহার করে এক টেবিল চামচ ময়দার মিশ্রণ নিয়ে হালকা হাতে মিশিয়ে নিন।
▶️এবার মাখন বা তেল দিয়ে একটি কেকের ছাঁচ ছড়িয়ে উপরে ময়দা বা কোকো পাউডার ছিটিয়ে 150 ডিগ্রিতে প্রিহিটেড ওভেনে 40 মিনিট বেক করুন, কেকের মধ্যে একটি কাঠি ঢুকিয়ে দেখুন কাঠিটি পরিষ্কার হয়ে আসছে কি না।
▶️ কেক সিদ্ধ হয়ে গেলে ঠাণ্ডা করে চার থেকে পাঁচ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপরে এটি বের করে নিন এবং একটি ধারালো ছুরি দিয়ে এটিকে মাঝখানে বা আড়াআড়িভাবে কেটে নিন।

▶️একটি আলাদা প্লেটে রাখুন এবং চেরি সিরাপ দিয়ে ব্রাশ করুন এবং প্রতিটি স্তরে হুইপড ক্রিম বা বাটারক্রিম রাখুন (ব্ল্যাক ফরেস্ট সাধারণত হুইপড ক্রিম ব্যবহার করে) এবং একটি অন্যটির উপরে রাখুন। এবার কেকের উপরে চকোলেট গ্লেজ ঢেলে পাশে চকলেট চিপস দিয়ে পরিবেশন করুন।

▶️চকোলেট মিরর গ্লেজের জন্য উপকরণ: জেলটিন - 10 গ্রাম, চিনি - 3/4 কাপ এবং এক টেবিল চামচ, জল - আধা কাপের একটু কম, কোকো পাউডার - আধা কাপ, ভারী ক্রিম - 65 গ্রাম, ডার্ক চকলেট - 50 গ্রাম,

--- ---------
ঘরে তৈরি উপকরণ দিয়ে পাস্তা রান্না করার সহজ রেসিপি আরো পড়ুন
মাংস দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি আরো পড়ুন
চুলায় কেক বানানোর সহজ উপায় আরো পড়ুন
------- ---- 

কেক  প্রস্তুত প্রণালী

🟠একটি ছোট পাত্রে ১/৪ কাপ জলে জেলটিন ভিজিয়ে রাখুন দশ মিনিট বা ব্যবহার না হওয়া পর্যন্ত।

🟠পানি ও চিনি একসঙ্গে ফুটিয়ে নিন। যখন এক বা দুটি ব্লক উপরে যায়, তাদের নামিয়ে দিন। - এবার গরম শিরায় চকোলেট (প্রথমে ছোট টুকরো করে কেটে নিন) নাড়তে থাকুন। গলে গেলে থামুন।

🟠এবার কোকো পাউডার এবং ক্রিম দিয়ে নাড়তে থাকুন।

🟠এবার ভেজানো জেলটিন যোগ করুন এবং ভালো করে মেশান। -একটি হাতে ধরা কফি ব্লেন্ডার বা একটি সাধারণ ব্লেন্ডার দিয়ে ভাল করে ব্লেন্ড করুন, একটি পরিষ্কার ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, আবার ব্লেন্ড করুন এবং আবার ছেঁকে নিন।

🟠এটি ঘরের তাপমাত্রায় আনুন, কেকের উপরে ঢেলে দিন এবং পরিবেশন করা পর্যন্ত সারারাত ফ্রিজে রাখুন।


আমরা তো সহজেই শিখে নিলাম , যে কি ভাবে আপনি বাসায় বসে জন্ম দিনের কেক বানাতে পারেন । 

তাহলে চলুন এই পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করি এবং কেমন হয়েছে তা আমাদের কে কমেন্টের মাধ্যমে জানায় ।  ধন্যবাদ সবাইকে । 


আরো পড়ুনঃ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit
ajkerit
ajkerit
ajkerit