ফ্রী গেস্ট পোস্ট বা ফ্রী ব্যাকলিংক পেতে আপনার লেখা পোস্ট করুন যোগাযোগ করুন পোস্ট করুন!

জানাজার নামাজের দোয়া - Janajara Namajera Doya

জানাজার নামাজের দোয়া


জানাজার নামাজের দোয়া 

জানাজার নামাজের দোয়া - জানাজা  হল একজন মৃত মুসলমানকে দাফন করার আগে আয়োজিত একটি বিশেষ প্রার্থনা। এটাকে সাধারণত জানাজা বলা হয়। 

মুসলমানদের জন্য, অর্থাৎ ইসলামের অনুসারীদের জন্য, এটি একটি ফরজ কেফায়া বা সমাজের জন্য একটি বাধ্যতামূলক কর্তব্য, অর্থাৎ, যখন একজন মুসলমান মারা যায়, তখন মুসলিম সম্প্রদায়কে অবশ্যই জানাজা আদায় করতে হবে। তবে এক এলাকা বা গোত্র থেকে কেউ সংগ্রহ করলে সবার কাছ থেকে আদায় করা হয়।

জানাজা নামাজ জামাতে বা একটি ইমামের নেতৃত্বে দলে সংগঠিত হয়। অংশগ্রহণকারীরা বিজোড় সংখ্যার সাথে একটি সারি বা লাইনে নিজেদের স্থাপন করে এই প্রার্থনাটি সম্পাদন করে। 

এটি একটি ৪  তাকবির নামায। এই নামায অবশ্যই দাঁড়াতে হবে এবং সালাম ফিরিয়ে শেষ করতে হবে। সাধারণত জানাজা শেষে দোয়া করা বা দোয়া করা জরুরী নয়, কারণ ইসলামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী মৃতদের জন্য দোয়া করা হয় এই নামাজের মাধ্যমে। জানাজা শেষে, মৃত ব্যক্তিকে অবিলম্বে কবরস্থানে নিয়ে যেতে হবে এবং ইসলামী রীতি অনুযায়ী মাটিতে দাফন করতে হবে।


জানাজার আগে  মৃত ব্যক্তির গোসলঃ 

মৃত ব্যাক্তিকে  গোসল করানো বাধ্যতামূলক। যারা মৃতকে গোসল করতে জানেন শরীয়ত অনুযায়ী অর্থাৎ ইসলামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী তারাই মৃতকে গোসল করার দায়িত্ব গ্রহণ করবেন। মৃত ব্যক্তিকে একটি বদ্ধ স্থানে নিয়ে যেতে হবে যেখানে কেউ তাকে দেখতে পাবে না। যারা সরাসরি তাকে গোসল করে এবং যারা তাদের সাহায্য করে তারা ছাড়া কেউ তার কাছে যাবে না।

এরপর গোসল করা ব্যক্তিসহ অন্য কেউ যাতে মৃত ব্যক্তির গোপনাঙ্গ দেখতে না পায় সেজন্য মৃত ব্যক্তির গোপনাঙ্গ এক টুকরো কাপড় বা ন্যাকড়া দিয়ে ঢেকে শরীর থেকে কাপড় খুলে ফেলতে হবে। তারপর পরিষ্কার করতে হবে। 

অতঃপর তাকে নামাযের অযুর ন্যায় অযু করতে হবে। তবে আলেমগণ মৃত ব্যক্তির নাকে-মুখে পানি ঢোকাতে নিষেধ করেছেন। পরিবর্তে, একটি কাপড় ভিজিয়ে মৃতের দাঁতের চারপাশে এবং নাকের ভিতরে ঘষুন। তারপর মৃত ব্যক্তির মাথা ধৌত করতে হবে। তারপর সারা শরীর পানি দিয়ে ধুতে হবে।

নবী মুহাম্মদ নির্দেশ দিয়েছেন যে মৃতদেহ ধোয়ার সময় একজন মৃত ব্যক্তির ডান দিক থেকে শুরু করতে হবে। পানিতে বরই পাতা যোগ করা ভালো কারণ এটি পরিষ্কার করতে সাহায্য করে। মৃত ব্যক্তির মাথা ও দাড়ি বরই পাতার ফেনা দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

তবে শেষ ধোয়ার সময় পানিতে সামান্য কর্পূর মেশাতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে গোসল করানো মহিলাদের উদ্দেশ্যে বলেছেন: "শেষ গোসলের সময় পানিতে সামান্য কর্পূর মেশাও।" গোসলের পর মৃতের দেহ পরিষ্কার করে কাফনে মুড়িয়ে দিতে হবে।

মৃত ব্যক্তিকে  কাফনঃ 

মৃত মুসলমানকে মাটিতে দাফনের আগে যে কাপড় ব্যবহার করা হয় তাকে কাফন বলে। কাফন ছাড়া দাফন করা যাবে না। মৃতকে গোসল করার আগে কাফন সংগ্রহ করতে হবে।

জানাজার নামাজের নিয়মঃ 

  • কাতারবদ্ধ হয়ে ইমামের পিছনে দাঁড়ানোর পর নিয়ত করে প্রথম তাকবিরের পর ছানা পাঠ। 
  • দ্বিতীয় তাকবীরের পর দরুদে ইবরাহীম পাঠ।
  • তৃতীয় তাকবিরের মৃত ব্যাক্তির জন্য দোয়া পড়বে: ‘‘আল্লাহুম্মাগ ফিরলী হাইয়েনা ওয়া মাইয়্যাতিনা” শেষ পর্যন্ত এবং “রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে” শেষ পর্যন্ত পাঠ।
  • চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে, হাত নামিয়ে জানাজার নামাজ শেষ করতে হয়।

জানাযার নামায চার তাকবীর দিয়ে আদায় করতে হবে। ঈদের নামাযে তাকবীর দেয়ার সময় হাত উঠাতে হবে, তবে জানাযার নামাযে তাকবীর দেয়ার সময় হাত উঠানো জরুরী নয়।

জানাজার নামাজের নিয়তঃ 

نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

নিয়তের বাংলা উচ্চারণঃ  "নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবা আ তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার।"

এখানে নিয়তে ‘লেহাযাল মাইয়্যেতে’ পুরুষ/ছেলে লাশ হলে পড়তে হবে, আর লাশ নারী/মেয়ে হলে ‘লেহাযিহিল মাইয়্যেতে’ বলতে হবে।

নিয়ত আরবিতে করতে না পারলে বাংলায় করলেও চলবে," আমি চার তাকবিরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে মরহুম ব্যক্তির (পুরুষ/মহিলার) জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করছি। আল্লাহু আকবার।"

জানাজার নামাজে আল্লাহ তায়ালার প্রশংসা ও রাসূলের ওপর দরুদ পাঠ করা হয়। বাংলায় নিয়ত করলে তা বাংলায় বলে অথবা মনে মনে নিয়তে আনলেও চলবে।

নিয়তে তাকবীরে তাহরিমা অর্থাৎ, আল্লাহু আকবার বলার পর হাত তুলে তারপর অন্যান্য নামাজের মতো হাত বেঁধে নিতে হবে। হাত বেধে সানা পড়তে হবে।

জানাজার নামাজের দোয়া


আরবিতে সানাঃ 

سُبْحَا نَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ

বাংলা উচ্চারণঃ  "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারা কাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।"

সানা পড়ার পরে তাকবীর বলে দরুদ শরীফ পড়তে হবে যেটা সাধারন নামাজে তাশাহুদের পর পড়া হয়।

দরুদ শরীফঃ 

للَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَ اهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَا هِيْمَ اِنَّكَ حَمِيْدٌمَّجِيْدٌ

বাংলা উচ্চারণঃ  "আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামীদুম্মাজীদ।"

দরুদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর আদায় করে জানাজার দোয়া পড়তে হয়।

জানাজার নামাজের দোয়াঃ 

اَللّٰهُمَّ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِيْنَ

বাংলা উচ্চারণঃ  "আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।"

 ⭕ তবে নাবালক ছেলের ক্ষেত্রে জানাজার দোয়া পড়তে হবে,

اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًا وْاَجْعَلْهُ لَنَا اَجْرًا وَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا

বাংলা উচ্চারণঃ "আল্লাহুম্মাজ আল হুলানা ফারতাও ওয়াজ আল হুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজ আলহুলানা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়ান।"

⭕ নাবালিকা মেয়ের ক্ষেত্রে জানাজার দোয়া পড়তে হবে,

اللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَاجْعَلْهَا لَنَا اَجْرًا وَذُخْرًاوَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَمُشَفَّعَة

বাংলা উচ্চারণঃ "আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজ আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান।"

এরপর চতুর্থ তাকবীর দিয়ে একটু নীরব থেকে ডানে এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

কেউ নামাজে দেরী করলে ইমাম অবশ্যই তাকে অনুসরণ করবেন। সম্ভব হলে চার তাকবীর পড়তে হবে, সম্ভব না হলে ইমাম সাহাবের অনুসরণ করে, সালাম ফিরিয়ে জানাজার নামায শেষ করতে হবে। জানাযার নামায অবশ্যই জামাতে আদায় করতে হবে, তাই তা পাঠ করার অনুমতি নেই।

গায়েবী জানাযাঃ 

মৃত ব্যক্তিকে কবরে দাফন করার আগে কাফন পরা লাশ সামনে রেখে জানাজা আদায় করা ইসলামের বিধান। আলেমদের পছন্দনীয় অভিমত হলঃ স্ত্রী ছাড়া যে ব্যক্তির জানাযা পড়া হয়নি, তার জানাযা শরী‘আত সম্মত নয়। 

যেমন: কেউ যদি কুফরী অবস্থায় মারা যায় এবং তার জানাযা না হয়, তাহলে তার লাশ উলঙ্গ অবস্থায় দাফন করা আবশ্যক। কিন্তু যদি একবারও আপনার জানাযার নামায সঠিকভাবে আদায় করা হয়ে থাকে, তাহলে সঠিক সিদ্ধান্ত হল আপনার জানাযার নামায শরীয়ত সম্মত হবে না। 

কেননা হাদিসে বাদশাহ নাজাশী ছাড়া অন্য কারো জানাযার কথা উল্লেখ নেই  এবং নাজাশীর জানাযা তার দেশে সম্পন্ন হয়নি। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাঁর জানাযা অনুষ্ঠিত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশায় অনেক মহান সাহাবী বিভিন্ন স্থানে ইন্তেকাল করেছেন; কিন্তু তার উলঙ্গ হয়ে শেষকৃত্য করার বিষয়ে কিছু বলা হয়নি।



তথ্যসূত্রঃ 

  • ইমাম মুসলিম উম্মে আত্বিইয়া (রাদিয়াল্লাহু ’আনহা) হতে র্বণনা করেন, ‘জানাযা’ অধ্যায়, হা/৯৩৯।
  •  জানাযার বিধিবিধান \ লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ।
  •  মুয়াত্তা মুহাম্মদ ৩১১,মুয়াত্তা মালিক ৫২৪
  •  বুখারী, ‘জানাযা’ অধ্যায়, হা/১৩১৩২৭; মুসলিম, ‘জানাযা’ অধ্যায়, হা/৯৫১।

ব্লগ তথ্যসূত্রঃ  উইকিপিডিয়া 





إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Profit Creators Blog Discuss Gest Posting
Hello, How can we help you?
Start chat...