ফ্রী গেস্ট পোস্ট বা ফ্রী ব্যাকলিংক পেতে আপনার লেখা পোস্ট করুন যোগাযোগ করুন পোস্ট করুন!

ছেলেদের কষ্টের মেসেজ | বাংলা কষ্টের এস এম এস

 

ছেলেদের কষ্টের মেসেজ | বাংলা কষ্টের এস এম এস
ছেলেদের কষ্টের মেসেজ | বাংলা কষ্টের এস এম এস 

ছেলেদের কষ্টের মেসেজ | বাংলা কষ্টের এস এম এস 

আজ আমি এই পোস্টে আপনাদের কে  ছেলেদের কষ্টের স্ট্যাটাস ও ফেসবুক ক্যাপশন মেসেজ ছন্দ নিয়ে আলোচনা করবো । আপনি এখানে ছেলেদের কষ্টের স্ট্যাটাস ছেলেদের কষ্টের মেসেজ | বাংলা কষ্টের এস এম এস  গুলো এখানে পাবেন ।প্রতেক টা  ছেলেদের জীবনে অনেক ধরণের কষ্ট থাকে । যেগুলো কেউ কোন দিন বলে না । যার কারনে অনেকেই ছেলেদের কষ্ট গুলো বুঝতে পারে না । সংসারের অনেকেই মধ্যবিত্ত ছেলেদের কে ভুল বুঝে । তার একমাত্র কারণ কেউ ছেলেদের কষ্ট গুলো বুঝতে চায় না । 

আসুন আমরা আজ এই পোস্টে  ছেলেদের নিয়ে লেখা বাংলা কস্টের এস এম এস গুলো পড়ি  । পড়ার পর কেমন লাগলো, তা আমাদের কমেন্ট করে জানাবেন ।


👉ছেলেরা খুব সহজে কান্না করে না, যদি না কস্টটা পাহাড় সম হয় ।

👉ছেলেরা কখনো একজনকে নিয়ে চিন্তা করে না, তাদের মাথায় থাকে ৪ নারী । মা, বোন, স্ত্রী ও কন্যা ।

👉হাজার কস্টের মাঝেও ছেলেরা দায়িত্ব নিতে জানে । কারণ এটাই তাদের বৈশিষ্ট্য ।

👉ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই। তাদের থাকে অভাব। হয় টাকার, নয়তো ভালোবাসার।

👉বেশীর ভাগ ছেলেরাই সংসারে সবার কথা ভাবে, সবাইকে ভালো রাখতে চেষ্টা করে ।

👉ছেলেদের কান্নায় কখনও ছলনা থাকে না । তাদের কান্নাই প্রকৃত বাস্তবতা ।

👉ছেলেরা কখনই টাকা বা খাবার এর জন্য নষ্ট হয় না, তাঁরা নষ্ট হয় অযত্ন আর অবহেলায় ।

👉বাস্তবতার কঠিন রূপ একমাত্র মধ্যবিত্তের ছেলেরাই দেখতে পায় ।

👉ছেলেদের ভালোবাসায় কোন অভিনয় থাকে না, যাকে ভালোবাসে মন থেকেই তাকে পেতে চায় ।

👉প্রেমের জন্য ছেলেরাই সবচেয়ে বড় নিদর্শন গুলো রেখে গিয়েছে ।ছেলেদের কষ্টের স্ট্যাটাস

👉পরিবারকে ভালো রাখতে ছেলেরা সব কঠিন কাজকেই বরণ করে নেয় ।

👉ছেলেরাই নিজেকে বাজি রেখে পরিবারকে বাঁচিয়ে রাখে ।

👉ছেলেরা কখনই নিজের কথা ভাবে না, সংসারের সবার কথা তাদের ভাবায় ।

👉সংসারের বড় ছেলেরা যে পরিমান ত্যাগ করে সে পরিমান ত্যাগ আর কেউ করে না ।

👉একটি পরিবারে বড় ছেলের অবদান সবচেয়ে বেশী থাকে ।

👉একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে বাস্তবতা যতটা উপলব্ধি করে তা আর কেউ করে না ।

👉যে পরিবারে বাবা থাকে না, সে পরিবারের বড় ছেলেই সব দায়িত্ব কাঁদে নিতে হয় ।

👉একজন ছেলেই কেবল তার সব সুখ বিসর্জন দিয়ে পরিবারকে সুখে রাখতে পারে ।

👉নিজের পরিবারকে সুখে রাখার জন্য একজন পুরুষ প্রায় সব কাজই করতে পারে ।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস :

👉বেশীর ভাগ পুরুষ জানেই না তাঁরা তাদের স্ত্রীকে অকারেই রাগিয়ে দিচ্ছে ।

👉জীবন মানেই যুদ্ধ আর সেই যুদ্ধে ছেলেরা হলো সৈনিক আর মেয়েরা হলো সঙ্গী ।

👉পৃথিবীর সব ছেলেরাই চায় সবাইকে নিয়ে একসাথে সুখী হতে ।

👉ছেলেদের জীবনের বেশীর ভাগ সময় কেটে যায় পড়া লেখায় আর বাকি জীবন কাটে দায়িত্ব কাঁধে নিয়ে 

👉ছেলেরা দায়িত্ব নিয়ে সব কিছু সুন্দর করে চালিয়ে যেতে পারে শত কষ্ট সাথে নিয়ে ।

👉ছেলেদের মন খারাফের হাজারো কারণ থাকে মেয়েরা অকারণেই মন খারাফ করতে পারে ।

👉ছেলেদের চোখের জলে লুকিয়ে থাকে হাজারো দুঃখ বেদনা, মেয়েদের চোখের জলে ছলনা ।

👉একসময় ছেলেরা ছিলো সংসারের কর্তা বর্তমানে ছেলেরা হলো সংসারের কর্মী ।ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

👉বেশীর ভাগ ছেলে কষ্ট পায় আপন জন থেকে, কারণ তাঁরা আপন জনের জন্যই বেশী করে ।

👉ছেলের ছোট থেকেই দায়িত্ত কাঁধে নেয়া শিখে নেয়া উচিৎ, বড় হওয়ার আগেই তাদের কাঁধে দায়িত্ব চলে আসতে পারে ।

👉ছেলেরা কখনো নষ্ট হয় না, এই সমাজ তাদের নষ্ট করতে বাধ্য করে ।

👉জীবনের শত দুঃখ কষ্ট সাথে নিয়ে ছেলেরা এগিয়ে চলে, ক্লান্তহীন জীবন পাড়ি দেয় একা একা ।

👉ছেলের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে একটি বন্ধু । কোন ছেলেই বন্ধু ছাড়া বড় হতে পারে না ।

ছেলেদের ইমোশনাল পোস্ট :

নিচে আরো অনেক গুলো ছেলেদের কষ্টের ফেসবুক স্ট্যাটাস দেয়া হয়েছেঃ

👉 ছেলেরা বিয়ের আগে বাবা-মা ভাই বোন এর দায়িত্ব মাথায় নিয়ে আর বিয়ের পর স্ত্রী সন্তানের দায়িত্ব মাথায় নিয়ে চলে ।

👉 একটি সংসার টিকিয়ে রাখতে ছেলেরা যতটা ত্যাগ করে, মেয়েরা যদি এর সামান্য কিছু ত্যাগ করতো, তাহলে অকালে সংসার ভেঙ্গে যেত না ।

👉 একটি ছেলের কাছে তার বোন, মা অথবা তার স্ত্রী কন্যা যতটা নিরাপদ এর ছেয়ে বেশী নিরাপত্তা কোন সামরিক বাহিনীও দিতে পারবে না ।

👉 ছেলেরা সবাইকে নিয়ে বাঁচতে চায়, কিন্তু ভাগ্যের কাছে তারা হেরে যায়, সবাই এক সময় তাকে ত্যাগ করে ।

👉 ছেলেরা জন্ম থেকে দায়িত্তের বোঝা মাথায় নিয়ে বড় হতে থাকে, এবং সারা জীবন তা বয়ে বেড়ায় ।

👉 ছেলেদের খুব সহজে মন খারাফ হয় না, যদি মন খারাফ হয় তাহলে বুঝতে হবে বড় কোন আঘাত পেয়েছে ।

👉 ছেলেদের কোন সাহায্যকারী থাকে না, তারা একাই বড় হয় একাই সব কিছু সামলে নেয় ।

👉 ছেলেরা যত কষ্টই করুক, তাতে তাদের কষ্ট হয় না, কষ্ট হয় তখই যখন আপন কেউ অবহেলা করে ।

👉 ছেলেদের জীবনে কোন দুঃখ থাকতে নেই, কারণ সবার কথা চিন্তা করতে করতেই তাদের জীবন শেষ হয়ে যায় ।

👉 ছেলেরা কখনো একা ভালো থাকার কথা চিন্তা করে না, তারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় ।

ছেলেদের কষ্টের মেসেজ :

👉 কেন এত মায়ায় জড়িয়ে নিলে আমাকে?

যতটা আমি তোমাকে গ্রহণ করি, ততটাই ভালবাসো আমাকে?

👉 আমায় কখনো ভুলে যাওয়ার কথা ভেবো না,

হয়তো কাছে আসার মুহূর্ত গুলো আমাকে ভুলে থাকতে দেবে না।

👉 আমার ভালোবাসা দিয়ে তোমার জীবনে ফেলে আসা সমস্ত বিস্মৃতি গুলো মুছে দেবো,

তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আরও রঙিন করে তুলবো।

👉. এত কাছে আসা শুধুই লাগে সান্তনা,

আগে কখনো মনে হয়নি তোমাকে না পাওয়ার যন্ত্রনা।

👉 আজ সমস্ত বাধার প্রাচীর জয় করে আসবো আমি,

তোমার সবটুকু আয়োজন নিয়ে শুধু অপেক্ষা করো তুমি।

👉 আমি তোমাকে দেখলেই কেন যেন বেসামাল হয়ে যাই,

উড়তে থাকা পতঙ্গের মতোই বারবার তোমার কাছে ছুটে যাই।

ছেলেদের ইমোশনাল স্ট্যাটাস :

মধ্যবিত্ত ছেলেদের আরো কিছু কষ্টের ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস নিচে পাবেনঃ

👉 একজন ছেলের আসলে কষ্ট হয় তার অভাবে, স্বভাবে নয়। হয়তো সেটা টাকার অভাব না হয় ভালোবাসার অভাব।

👉 ছেলেরা কখনো মায়া কান্না করতে জানেনা। তাদের প্রতিটি অশ্রু জল ই প্রকৃত বাস্তবতা।

👉 নির্ঘুম রাত আর একটা সিগারেট ই জানে, একজন ছেলের প্রকৃত অবস্থাটা কি। কতটা অসহায়ত্বের মধ্যে দিয়ে যাচ্ছে সে।

👉 প্রাণোচ্ছল কিশোর ছেলেটাও একসময়, দায়িত্বের বোঝা মাথায় নিয়ে চুপচাপ হয়ে যায়। তার সুন্দর হাসিটা এক সময় মিলিয়ে যায়।

👉 আজকে যে ছেলেটা সফল ব্যক্তি হয়ে সবার মন জয় করে নিয়েছে, আপনি আমি হয়তো জানি না এই ছেলেটা কত স্বপ্ন মাটি চাপা দিয়ে এসেছে।

👉 প্রতিটি মধ্যবিত্ত ছেলেই জানে, জীবনটা যে রূপকথার গল্প নয়।

👉কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে, অনেক ছেলেকেই নিজের খুশিকে বিসর্জন দিতে হয়। তাইতো এক সময় প্রত্যেকটা ছেলে প্রচন্ড রকমের গম্ভীর হয়ে যায়।

👉 একজন ছেলে তখনই খুব কষ্ট হয়, যখন কেউ কাছে এসে তারপর দূরে সরে যায়।

👉 হয়তো চাকরির অভাবে কত ছেলে, তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে। যার চলে যায়, সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রনা!

👉 যে ছেলেগুলো ছোটবেলা থেকেই কারো ভরসার প্রতীক হয়ে ওঠে, তারাই দিনশেষে পরাজিত সৈনিকের মত ডুকরে কেঁদে মরে।

👉 সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা ছেলেটাও, প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। অথচ শেষ পর্যন্ত কত স্বপ্নকেই গলা টিপে হত্যা করতে হয়।

👉 একজন ছেলের অর্থনৈতিক মানদন্ড ই তার পরিচয়। তার যত বেশি অর্থ, এই সমাজে সে তত বেশি সমাদৃত।

👉 বয়স ত্রিশ পেরিয়ে গেলে, একজন ছেলের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। চেহারায় বয়সের বলিরেখার ছাপ পড়ে। আর অবশ্যই সেটা দুঃখের আঘাতে।

👉 একজন ছেলে চাকরি পাওয়ার পরেই সে নিজের জন্য নয়, বরং বাবার জন্য নতুন চশমা কিনে, কেউ কিনে মায়ের জন্য নতুন শাড়ি।

👉 প্রেমে ব্যর্থ হয়ে ছেলেরাই দেবদাস হয়। খুব কম মেয়েরাই পার্বতী কিংবা চন্দ্রমুখী হতে পারে।

👉একজন ছেলে যখন বাবা হয়ে ওঠে, তখন তার শার্টটা আর পুরনো হয় না। এক জুতো দিয়ে সে কয়েক বছর পার করে দেয়।

👉একজন মা যখন সন্তান ধারণ করে তখন শুধুমাত্র সেই সন্তানের চিন্তা টুকুই করে। ‌ অথচ একজন ছেলে তখন বাবা হিসেবে পুরো সংসারের চিন্তা মাথায় নিয়ে ঘুরে।

👉 একজন ছেলে যখন বেকার থাকে। তখন সে আর আগের মতো আড্ডাবাজ হয় না, হাসি খুশি থাকেনা। খুব আর যন্ত্রণায় তার প্রতিটি মুহূর্ত কাটতে থাকে।

👉 একজন ছেলে রাস্তায় দাঁড়িয়ে নিশ্চুপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে। হয়তো প্রিয়জনকে হারিয়ে, নয়তো চাকরি হারিয়ে, নয়তো ঋণের বোঝা কাধে নিয়ে।

👉একজন ছেলে কখনোই হাউমাউ করে কাঁদে না। বরং তার কান্না হয় নিঃশব্দে, নিভৃতে। যাতে কেউ না দেখে, কেউ না বোঝে, কেউ না শোনে।


ছেলেদের কষ্টের উক্তি স্ট্যাটাস

👉  ছেলেদের জীবনটা বড়ো জটিল!!!! সারাজীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মনখারাপ গুলো কেউ দেখতে পায় না।

👉  মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না, কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র।

👉  ছেলেরা কাঁদতে পারেনা এটা সত্যি! কিন্তু ভেতর থেকে ভীষণ ভাবে ভেঙে যায়।

👉  ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো, তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকতো না।

👉  একটা ছেলের সবচেয়ে বড়ো ভুল; প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা।

👉  ছেলেদের চোখে পানি তখনই আসে,, যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে।

👉  ছেলেরা হয়তো একটু বেশী ভালোবাসে,, তাইতো রাস্তার ধারে এতো পাগল ঘোরে।

👉  মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলতে শুধু ছেলেরাই পারে।

👉  ছেলেদের মন খারাপের অধিকার নেই, কান্নার অধিকার নেই। কারণ ছেলেরা যদি কান্না করে, তাহলে সবাই বলবে নাকামো করছে।

👉  ঘৃণা অবহেলা একাকীত্ব নির্ঘুম রাত,, ছেলেদের জীবন এভাবেই শেষ হয়ে যায়।

👉  যে ছেলেটা মন খারাপের সময় কাউকে পাশে পায় না, তার মতো হতভাগা নিঃস্ব আর কেউ হয় না।

👉  তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না! কারণ তুমি ছেলে; মেয়ে নও।

👉  শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে, জীবনটা কতোটা কষ্টের। না পারে খেতে না পারে ঘুমাতে।

👉  ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একরাশ হাসি নিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি।

👉  পুরুষ মানে ধর্ষণকারীর নয়!!! পুরুষ মানে এক একটা মেয়ের আশ্রয়স্থল।

👉 ছেলে মানে নিজের চাওয়া পাওয়া গুলোকে চাপা দিয়ে, প্রিয়জনের চাওয়া পাওয়া গুলোকে পূরণ করা।

👉  কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া,, ছেলেদের এক অন্যরকম ট্যালেন্ট।

👉  এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায়!!!!! কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজারও বিষ হজম করতে হয়! হ্যাঁ এটাই ছেলেদের জীবন।

👉  কেউ পছন্দ না করলে কি আসে যায়!!!!! আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন।

👉  ছেলে মানে…. গভীর রাতে একা একা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলা, সকালে আবার সেই পথ চলা।

👉  ডিপ্রেশনে থাকা মধ্যবিত্ত ছেলেটারও একটা সময় ভালোবাসার মানুষ ছিল।

👉  যারা প্রচন্ড রকম ভালোবাসতে পারে,, তাদের ভালোবাসার মতো কেউ থাকে না।

👉  একজন অসহায় বেকার ছেলের…. ভরসা দেওয়ার জন্য যে মানুষটি তার পাশে থাকে, তাকে আমার শত কোটি সেলাম।

👉  আমার সাথে এমন কেন হয়? যাদের জন্য এতো কিছু করি তারাই আমাকে কষ্ট দেয়।

👉  ছেলেদের কান্না কেউ দেখতে পায়না! বাস্তবে ছেলেরাও কাঁদে।

👉  ছেলেরা তখনই ভেঙ্গে পড়ে, যখন তার মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না।

👉 . যে ছেলেটা জীবনে কখনো ভালোবাসা পাইনি বা টাকার জন্য যে ছেলেটার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে,, সেই ছেলেটি বেচেঁ থেকেও মৃত্যুকে উপলব্ধি করতে পেরেছে।

👉  মেয়ে গরীব হলেও ছেলেরা তাকে বিয়ে করে!!!! কিন্তু ছেলে গরীব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে,, মেয়েরা সহজে রাজি হয় না।

👉  সব ছেলেরা প্রতারক নয়!!!! কিছু ছেলে শেষ নিশ্বাস পর্যন্ত পাশে থাকে।

👉  কোন পুরুষ কোন নারীকে যখন পাগলের মতো ভালোবাসে, তখন সেই নারীকে ভাগ্যবতী বলা চলে।

মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। এখানে দেওয়া ছেলেদের কষ্টের উক্তি গুলিকে স্ট্যাটাস হিসাবে ব্যবহার করুন।

👉  ছেলেরা হয়তো অনেক সময়,, ছোট ছোট কারণে কেঁদে ফেলে…! কিন্তু জীবনে অনেক বড় বড় সমস্যা গুলো তারা হাসি মুখে পার করে দেয়।

👉  ছেলেরা সবাইকে খুব বেশী করে আপন করে নেয়!!!!! তাই তারা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পায় না।

👉  দায়িত্ব আর কর্তব্যের কাছে ছেলেদের সব স্বপ্ন হেরে যায়….!!

👉 . বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে! হ্যাঁ এটাই হল ছেলেদের জীবন।

👉  সফলতা ছাড়া এই ভদ্র সমাজে, আমাদের ছেলেদের কোন মূল্য নেই।

👉 ছেলে মানে চোখের জল বলে কিছু নেই; চোখে জল আসা বারণ।

👉 পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি!!!! ভালোবেসেছে তার যোগ্যতা সফলতা এবং সামর্থ্যকে।

👉  টাকা কামাও Bro, আরো অনেক অনেক বেশি টাকা কামাও। কারণ ছেলেদের সৌন্দর্য ছেলেদের ইনকামে।

👉  পুরুষ কখনো প্রিয়জন হয় না! মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারোর বন্ধু হতে পারে না।

👉  প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশী আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশী কষ্ট পেতে হয়।

👉 ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম; কিন্তু গভীরতা অনেক বেশী।

👉  ছেলেদের যতো আঘাত দাও সে কাঁদবে না। সে তখন কাঁদবে, যখন কাছের কেউ অবহেলা করে চলে যাবে।

👉 . প্রকৃত ছেলেরা কখনো রাজকন্যা খোঁজে না। যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে।

👉  বর্তমান সময়ে টাকার কোন বিকল্প নেই। একটা পুরুষ লাঞ্ছিত তখন হয় যখন তার পকেট শূন্য হয়।

👉 মেয়ে হয়ে ভাবছো তুমি কতো পরাধীন। হও না ছেলে দেখবে বাস্তবতা কতো কঠিন।

👉  টাকা ছাড়া.. পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।

👉 ছেলে মানে হাজার কষ্ট বুকে চেপে রেখেও নিজের পরিবারকে নিয়ে ভাবতে হয়।

👉 মেয়েদের কষ্ট সবাই দেখতে পায়… কারণ তারা একটু কষ্ট পেলেই কাঁদে! কিন্তু ছেলেদের কষ্ট কেউ দেখতে পায়না; কারণ ছেলেরা কাঁদে মনে মনে।

👉 ছেলেদের জন্য অপেক্ষা করার কেউ থাকে না। কিন্তু মেয়েদের জন্য অপেক্ষা করার লোকের অভাব হয় না।

👉 একটা মেয়ের ব্রেকআপ এর পর… পাশে দাঁড়ানোর মতো লোকের অভাব হয় না!!! কিন্তু একটা ছেলের ব্রেকআপ এর পর তার পাশে দাঁড়ানোর মতো একজন কেও খুঁজে পাওয়া যায়না..!!


একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Profit Creators Blog Discuss Gest Posting
Hello, How can we help you?
Start chat...