বাংলা ইসলামিক গল্প 🌺আলো🌺 পর্ব - ০৮ Bangla Islamic Story 🌺 Alo 🌺 No- 08
বাংলা ইসলামিক গল্প 🌺আলো🌺 পর্ব - ০৮ |
বাংলা ইসলামিক গল্প 🌺আলো🌺 পর্ব - ০৮
অফিস শেষে প্রতিদিনের মতো আলো ভোরের কেবিনে যায়। নাহ আজ আর কিছু ফেলে যায়নি। আলো নিচে গিয়ে দেখে ভোর সেই মিরার সাথে দাঁত কেলিয়ে কথা বলছে আলোর প্রচন্ড রাগ হলো তাই আলো গিয়েই ভোরের হাত টেনে নিয়ে চলে যাচ্ছে ভোর কিছু বুঝে ওঠার আগেই। মিরা তো হা কি বলবে বলবে তার আগেই আলো ভোরকে নিয়ে গাড়িতে উঠলো।
আলোঃঃ গাড়ি স্টার্ট দিন।((রাগী লুকে ভোরকে বলে মিরার দিকে একটা অগ্নি দৃষ্টি দিল))
ভোর কিছু না বলে গাড়ী স্টার্ট দিলো।
আলোঃঃ আমার সিট বেল্ট লাগাবে কে?
ভোরঃঃ নিজে লাগান।
আলোঃঃ লাগিয়ে দিন। ((বাহিরে তাঁকিয়ে))
ভোর গাড়ি থামিয়ে বেল্ট লাগিয়ে দিলো।
আলোঃঃ মিরার সাথে এতো হেসে কথা বলেন কেন?? কই আমার সাথে তো বলেন না?
ভোরঃঃ She is my classmate..my staff and....
আলোঃঃ And??
ভোরঃঃ Hot...
আলোঃঃ লুচ্চা। বৌ থাকতে অন্য মেয়েকে হট বলে। অসভ্য।
ভোরঃঃ বৌ?? হাহাহা
আলোঃঃ আপনার হাসিটা so nice..😘😘😘
ভোরঃঃ আজাইরা।
আলোঃঃ শুনুন শপিং এ যাব।
ভোরঃঃ কেন?
আলোঃঃ আমার কয়টা ড্রেস কিনতে।
ভোরঃঃ ওহ আচ্ছা তবে এখানে নেমে রিক্সা নিয়ে চলে যান।
আলোঃঃ গাড়ি যেন শপিংমলের সামনে থামে।
ভোর আর কিছু বললো না শুধু ভাবছে....এই মেয়েটা একটা মাসে এত চেন্জ কি করে হলো? কত নরম ভদ্র ছিলো। সেই মেয়ে এখন কি না কত চঞ্চল আর বেহায়া হয়েছে। কিন্তু শুধু আমার সাথেই এমন করে। অন্য সবার সাথে তো সেই আগের আলোই আছে। নিশ্চিত এই মেয়ের মাথায় সমস্যা আছে। উফফফ
ভোর গাড়ি শপিংমলের সামনেই থামায়। আলো গাড়ি থেকে নেমে দেখে ভোর গাড়িতেই বসে আছে..
আলোঃঃ কি হলো নামুন।
ভোরঃঃ আমি নামবো কেন?
আলোঃঃ আমার সাথে শপিং এ যাবেন চলুন।
ভোরঃঃ না।
আলো সোজা গিয়ে গাড়ির দরজা খুলে ভোরকে টানতে টানতে বের করল তারপর নিয়ে গেল।
আলো ড্রেস দেখছে আর ভোর একপাশে দাঁড়িয়ে বিরক্তবোধ করছে। আলো কয়টা ড্রেস নিয়ে ভোরের কাছে আসছিলো কাউন্টারে গিয়ে বিল দেবার জন্য। কিন্তু এসে দেখে ভোরকে দুইটা মেয়ে ঘিরে আছে আর একটা মেয়ে কোথা এসেই ভোরকে হাল্কা ভাবে জড়িয়ে ধরে হাইফাই দিলো আর ভোরও। এবার তো আলোর রাগ প্রচন্ড বেগে উঠে গেল। আলো ভোরের কাছে এসে শপিংগুলো ভোরের হাতে ধরিয়ে দিয়ে....
আলোঃঃ নির্লজ্জ মেয়েরা। ছেলে দেখলেই জড়িয়ে ধরতে হবে? ((রাগী মুডে))
মেয়েগুলোঃঃ What???
আলোঃঃ চুপ বেয়াদবগুলো। আমার বরের আশেপাশে আর কোনদিন দেখলে তোদের খবর বানিয়ে দিবো। ভাগগগগ এখান থেকে।((রাগী মুডে))
মেয়েগুলো অপমানবোধ করে চলে গেল। আর ভোর আলোর দিকে হা করে তাঁকিয়ে আছে। আলো ভোরের দিকে তাঁকিয়ে...
আলোঃঃ লুচ্চা কোথাকার। মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে।
ভোরঃঃ আমি ঝাঁপিয়ে পড়ি?
আলোঃঃ হুম। আমি তার বড় প্রমাণ।
ভোর রাগ করে শপিংগুলো নিয়ে কাউন্টারের দিকে হাঁটা দেয়। আলোও পিছন পিছন যায়।
কাউন্টারঃঃ ১১৩৭২টাকা স্যার।
ভোরঃঃ payment করেন।
আলোঃঃ আমি payment করতে যাবো কেন? আপনার বৌয়ের জিনিস আপনি করুন।
ভোর বুঝছে এই মেয়ের সাথে কথা বললে নিশ্চিত প্যাঁচা লাগাবে তাই নিজেই payment করে দিয়ে হাঁটা দিচ্ছিলো।
আলোঃঃ ঐ কোথায় যাচ্ছেন এগুলা নিবে কে?
ভোরঃঃ আপনি! আপনার জিনিস আপনি নিন।
আলোঃঃ এগুলা তো আপনার বৌয়ের জিনিস আমি টানতে যাব কেন আজব? বলেন তো কাউন্টার ভাইয়া এগুলা ওনার বৌয়ের।আমি কেন টানবো??
কাউন্টারঃঃ আপু উনি আপনার কে?
আলোঃঃ হাসবেন্ড।
কাউন্টারঃঃ ওনার বৌ কয়টা?
আলোঃঃ আমি তো জানি একটাই আর আমিই সেটা। এখন ফাঁকফোকরে যদি আর কেউ থাকে তা আর আমি জানি না।
ভোর আলোর কথা শুনে রাগে গজগজ করতে করতে শপিংগুলো নিয়ে হাঁটা দিলো।
আলোঃঃদেখলেন কাউন্টার ভাইয়া কীভাবে শায়েস্তা করলাম। বায়
শপিংমলের বাহিরে বের হয়ে দেখে ফুসকা। আলো তো সেই খুশি। দৌড়ে ভোরকে টানতে টানতে ফুসকার দোকানের সামনে নিয়ে গেলো...
আলোঃঃ মামা একটা প্লেট ফুসকা দিন অনেক ঝাল দিয়ে।
ভোরঃঃ উফফফ আমাকে কেন এসেছেন এখানে? এসব খাবার আমার একদম পছন্দ না।((রাগী ছাপ))
আলোঃঃ আমার পছন্দ আমি খাবো। আপনি পাশে দাঁড়িয়ে থাকুন।
ফুসকা দিলো অনেক ঝাল দিয়ে। আলো খাচ্ছে আর মজা মজা করছে। সব শেষ আর একটা আছে ফুসকা। ঐটা হাতে নিয়ে ভোরকে জোর করে খাওয়াই দিলো।
ভোর তো ঝালে হাসফাস করছে। বিলটা কোনমতে দিয়ে দৌড়ে গাড়িতে গেলো পানির জন্য আলোও গেলো। কিন্তু গাড়িতে পানি নাই। ঝালে ভোরের চোখ মুখ দিয়ে পানি ঝড়ছে। শেষে গাড়ির এসি ছেড়ে দিয়েছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না।
আলোঃঃ স্যার সরি। আমি বুঝিনি আপনার এতটা ঝাল লাগবে। ((প্রায় কান্না কন্ঠে))
ভোর আলোর দিকে তাঁকিয়ে...আলো কিছু বুঝে ওঠার আগেই ভোর আলোর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। খুব শক্ত করে ধরছে। আলো তো পুরো ফ্রিজড। নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ছে আলোর তবুও করছে।
পাক্কা ১০মিনিট পর ভোর আলোকে ছেড়ে দিলো। এখন একদমই ঝাল নাই।
আলো লজ্জায় অন্যদিকে ফিরে বাহিরে তাঁকিয়ে আছে।
কেউ কোন কথা বলছে না।
ভোর গাড়ি স্টার্ট দিলো। কিন্তু সাথে সাথে থামিয়ে দিলো..
আলোঃঃ কি হঅঅঅ.....
পুরোটা বলতে পারিনি তার আগেই ভোর আলোর সিট বেল্টা লাগিয়ে দেয়। আলো মনে মনে খুব খুশি হয়।
২০মিনিট পরই ওরা বাসায় পৌঁছে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url